চবির ডি ইউনিটের ফল প্রকাশ
চবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৩, ২২:৪৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর ডি ইউনিটের পরীক্ষায় পাস করেছে ১৩ হাজার ৫৭ জন ও ফেল করেছে ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। পাশের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।
|আরও খবর
শনিবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেইসবুক ভেরিফাইড পেজে ফলাফল প্রকাশ করা হয়। এ বছর মোট পরীক্ষা দিয়েছিল ৩৯ হাজার ৭৭০ জন।
ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, আমরা আজ ফলাফল প্রকাশ করেছি। মোট ৩৯ হাজার ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৫৭ জন। পরীক্ষায় পাশের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।
আরও পড়ুন: বিডিইউতে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ জার্নাল/জিকে