জাল সনদে চাকরি: পিরোজপুরে ১৪ শিক্ষককে চাকরিচ্যুতের নিদের্শনা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১১:১২
জাল সনদে চাকরি নেয়ার অভিযোগে পিরোজপুরের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
|আরও খবর
সম্প্রতি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব (অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা) মো. সেলিম শিকদার স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানা যায়।
ওই আদেশে উল্লেখ করা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর যাচাইবাছাই করে সারাদেশে ৬৭৮ জন শিক্ষক কর্মচারীর জাল সনদ শনাক্ত করে। ওই জাল সনদধারী শিক্ষক কর্মচারীর তালিকার মধ্যে পিরোজপুরের ১৪ জন শিক্ষকের নামও উল্লেখ রয়েছে।
পিরোজপুরে যে ১৪ জন জাল সনদ দিয়ে চাকরি করছেন তাদের মধ্যে একজন জন বাদে সবাই এমপিওভুক্ত। তারা নিয়মিত সরকারি বেতন তুলছেন।
জাল সনদে এমপিওভুক্ত ১৩ শিক্ষক বেতন বাবদ সরকারি তহবিল থেকে মোট ৯৭ লাখ ৩৮ হাজার ১৫৩ টাকা আত্মসাৎ করেছেন। তারা হলেন- পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মিসেস নাসিমা আক্তার, রাজারকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীর চর্চা) মো. মাসউদ আহসান, শতদশকাঠি সতীলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) লিটন রায়, বাবলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) বিপুল কুমার রায়, সিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) শিউলি রানী হালদার, মঠবাড়িয়া উপজেলার ডা. রুস্তম আলী ফরাজি কলেজের প্রভাষক (কম্পিউটার) মোসাম্মত মাসুমা পারভীন, ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) সাজেদা পারভীন তুলি, তুষখালী ইউনিয়ন তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. মাসুদ রানা, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) সীমা রানী, নেছারাবাদ উপজেলার সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) সুচিত্র কুমার হালদার, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বি এম কলেজের প্রভাষক ( ইতিহাস) শরিফা ইয়াসমিন (এমপিওভুক্ত নন), নাজিরপুর উপজেলার চাঁদকাঠি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ( সমাজ বিজ্ঞান) প্রিয়াংকা হালদার, বৈঠাকাটা কলেজের প্রভাষক ( বাংলা) মোছা. কহেতুব ও নাওটানা বি এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মনি মন্ডল।
আরও পড়ুন: জাল সনদে চাকরি: জয়পুরহাটের ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
বাংলাদেশ জার্নাল/এমপি