ইবির ডি ইউনিটে প্রথম হলেন বিপ্লব
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে সর্বোচ্চ ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বিপ্লব হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাবর আলীর ছেলে। তার রোল নম্বর ডি-১৯৫৭। বিপ্লব দামুড়হুদা ডি.এস. দাখিল মাদ্রসা থেকে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক (দাখিল) ও বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক (আলিম) সম্পন্ন করছেন।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও আরবি ভাষা সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব বলেন, মোট ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট তিনটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তৃতীয় মেধাতালিকার সর্বনিম্ন নম্বর ৭১.৪০ (জিপিএ সহ)।
‘এবার ২০১১ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ১৬০৮ জন পাশ করেছেন। পাশের হার প্রায় ৮০ শতাংশ। সাক্ষাৎকার ও ভর্তির সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’
আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপোতে এনএসইউ
বাংলাদেশ জার্নাল/এমপি