ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির সময় জানাল এনটিআরসিএ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩  
আপডেট :
 ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৭

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির সময় জানাল এনটিআরসিএ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) । ছবি: নিজস্ব

১৮তম শিক্ষক নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানাল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ডিসেম্বরের মধ্যে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়।

জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা চলাকালে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পেলে তা সম্ভব বলে মনে করছেন এনটিআরসিএ’র কর্মকর্তারা।

ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আমরা চলতি বছরেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই বলেও জানান তিনি।

আরও পড়ুন: যে কারণে ঝুলে আছে ৩২ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ

সূত্র জানায়, নিয়ম অনুযায়ী- প্রতি বছর একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে। তবে গত চার বছরে এ ধারাবাহিকতা রক্ষা করা হয়নি।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত