বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ২০:৫৯
আগামী তিন মাসের মধ্যে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির নীতিমালা প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের এই নীতিমালা প্রণয়ন করতে আদেশ দেয়া হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
আদালতের আদেশের বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, দেশের এমপিওভুক্ত ৩৮ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শিক্ষককের বদলির নীতিমালা প্রণয়নে আনা রিট নিস্পত্তি করে আজ এই নির্দেশ দেন হাইকোর্ট। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের এই নীতিমালা প্রনয়ন করতে বলা হয়েছে।
দেশের বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ