ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

জাতীয়করণের নামে শিক্ষিকার চাঁদাবাজি!

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ১৬:৩১

জাতীয়করণের নামে শিক্ষিকার চাঁদাবাজি!
ফাইল ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রজনী সুগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোকসানা আক্তার পপির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি তদন্তে প্রমাণিত হওয়ায় গত দুই মাস ধরে তার বেতন ভাতাদি বন্ধ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রসন্ন দেবনাথ শিক্ষিকার বিরুদ্ধে ঐ প্রতিষ্ঠানের উন্নয়ন খাতসহ বিভিন্ন খাতের অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে তা প্রমাণিত হলে গত জুলাই মাস হতে তার বেতন ভাতাদি বন্ধ রাখা হয়। এছাড়া ওই শিক্ষিকা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে চলতি দায়িত্বে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবি করছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের জারিকৃত স্মারকপত্র অনুযায়ী পদায়িত প্রধান শিক্ষক যোগদান করতে গেলে রোকসানা আক্তার পপি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে উল্টো তার সঙ্গে অসাদাচারণ করার অভিযোগও রয়েছে।

তিনি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রেজিস্টার ও আর্থিক ডকুমেন্ট নিজ জিম্মায় রেখে সরকারি সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন। স্কুলের উন্নয়ন কাজের বরাদ্দ অর্থের হিসাব দিতেও ব্যর্থ হন। অন্যদিকে বিদ্যালয়ের টাকা আত্মসাতসহ সহকারী শিক্ষকদের চাকরি জাতীয়করণ করার অজুহাত দেখিয়ে প্রত্যেকের নিকট থেকে ৯০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা নেন। এ ঘটনায় সহকারী শিক্ষকরা তার বিরুদ্ধে স্বাক্ষী দেয়ায় তাদের বিরুদ্ধে এখন উঠেপড়ে লেগেছেন রোকসানা আক্তার পপি। তিনি সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা সাজিয়ে ডিজি বরাবরে লিখিত অভিযোগ করিয়েছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলন বিবি, লিটন চন্দ্র দেবনাথ ও হালিমা বেগম জানান, রোকসানা আক্তার পপি তাদের চাকরি জাতীয়করণের নাম করে প্রত্যেকের নিকট থেকে ৯০ হাজার করে টাকা নিয়েছেন। টাকা না দিলে চাকরি জাতীয়করণ হবে না বলে আমাদের কাছ থেকে টাকা নেন। বিদ্যালয়ের সভাপতির লিখিত অভিযোগের পর আমরা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বাক্ষী দেয়ায় এখন তিনি আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। তিনি একই গ্রামের বাসিন্দা হওয়ায় বাইরে হতে আসা শিক্ষকদের নানাভাবে ভয়ভীতি দেখান।

নবনিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস শহিদ বলেন, গত ২৬ জুন বিদ্যালয়ে যোগদান করতে গেলে রোকসানা আক্তার পপি তার হেফাজতে থাকা রেজিস্টার, নথিপত্র ও হাজিরা খাতা তালাবদ্ধ করে রাখেন এবং আমাকে যোগদানে বাধা দেন। নানাভাবে তিনি আমার সঙ্গে অসদাচরণ করেন।

স্থানীয় দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু মিয়া বলেন, রোকসানা আক্তার পপি স্থানীয় বাসিন্দা হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে অন্যান্য শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাত করেছেন। শিক্ষক-শিক্ষার্থী এমনকি অভিভাবকরা তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন।

এসবের সত্যতা জানতে রোকসানা আক্তার পপির কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, আমি প্রধান শিক্ষক। এব্যাপারে আদালতে রিট করা আছে। জাতীয়করণের নামে টাকা তোলাসহ অন্যান্য অভিযোগগুলো সত্য নয় বলেও জানান তিনি।

আরো পড়ুন: প্রলোভন পড়ে অর্ধ লাখ টাকা খোয়ালেন শিক্ষিকা

জাতীয়করণে বাদ পড়লেন এক হাজার শিক্ষক

বাড়ছে অবসরের বয়সসীমাও!

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত