ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

নোবিপ্রবিতে আদিবাসীদের ৩য় কার্য নির্বাহী কমিটি গঠন

  নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১৭:৪৩  
আপডেট :
 ২২ নভেম্বর ২০১৮, ১৫:৫৯

নোবিপ্রবিতে আদিবাসীদের ৩য় কার্য নির্বাহী কমিটি গঠন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ইনডিজিনাস স্টুডেস্টস এসোসিয়েশনের ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এক সভায় কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ফুটন্ত চাকমা পোলো, সাধারণ সম্পাদক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজেশ্বর চাকমা, সাংগঠনিক সম্পাদক বিজনেস এডমিনিষ্ট্রেশন বিভাগের প্রসেনজিৎ চাকমা।

সভার শুরুতে বিদায়ী কমিটির সভাপতি প্রিয়াংকুর চাকমা ও সাধারণ সম্পাদক হিমেল চাকমা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নতুন কমিটিকে সর্বাত্বক সহযোগিতা করতে সদস্যদের প্রতি আহ্বান জানান।

এরপর বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে ২০১৮-১৯ সেশনে ডি ইউনিটে ১৫টি কোটা আসন অনুমোদন করায় উপাচার্যের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত