ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

এপ্রিলে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪০

এপ্রিলে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি

আগামী এপ্রিল মাসে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার সকালে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

অতীতের সব রেকর্ড ভেঙেছে ৪০তম বিসিএস। এবার আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। পরিকল্পনা অনুযায়ী আগামী এপ্রিল মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সর্ম্পকে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, এ বছরের এপ্রিল মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেয়া যায় তার জন্য আমরা কাজ করছি।

প্রসঙ্গত, গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। যার মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত