ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রাবিতে ছাদ ভেঙ্গে নিচে পড়ে শিক্ষার্থী আহত

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৯, ১৩:৫০  
আপডেট :
 ১৫ জানুয়ারি ২০১৯, ১৪:০৪

রাবিতে ছাদ ভেঙ্গে নিচে পড়ে শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র ভবনের ছাদ ভেঙ্গে নিচে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনের চারতলার উত্তর-পশ্চিম কোণের ছাদ ভেঙ্গে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই শিক্ষার্থীর নাম শওকত ওমর সজীব। সে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, ‘সজীবের এক হাত-পা ও কোমড়ের হাড় ভেঙ্গে গেছে। সে এখন রক্তবমি করছে। তার অবস্থা খুবই গুরুতর।’

জানা গেছে, ক্লাস শেষে সজীব বেলা সাড়ে ১১টার দিকে রবীন্দ্র ভবনের চতুর্থতলার উত্তর-পশ্চিম কোণের ছাদে রোদ পোহাতে গিয়েছিল। সে ছাদের কোণে দাঁড়ানোর সাথে সাথে ছাদের রেলিং ও কোণ ভেঙ্গে নিচে পড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, ‘ঘটনার সময় আমি ক্লাসে ছিলাম। পরে জানতে পেরে শিক্ষার্থীর খোঁজ নিয়েছি এবং সুচিকিৎসার জন্য ব্যবস্থা করছি।’

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত