ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ডুপডা’র ১১তম পুনর্মিলনী ১৮ জানুয়ারি

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৪৫

ডুপডা’র ১১তম পুনর্মিলনী ১৮ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১১তম পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সেমিনার কক্ষে ডুপডা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পুর্নমিলনী প্রচার কমিটির আহ্বায়ক অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. জাকির হোসেন জামাল এবং পুর্নমিলনী প্রচার কমিটির সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুসতাক আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌহার্দ্য ও ‘স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ শীর্ষক এই অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এবং বিশিষ্ট দার্শনিক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাবির দর্শন বিভাগের চেয়ারম্যান ও ডুপডা’র সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করবেন ডুপডা’র সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত