ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:১৭  
আপডেট :
 ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ইং শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে ডিজিটালাইজেশন এবং জ্ঞানের বিকাশ, জ্ঞান চর্চা এবং নতুন জ্ঞান তৈরি করার আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

শুরুতেই অতিথিদের আসন গ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন, নবীনদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.আবু আহসান মোহম্মদ সামসুল আরেফিন সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাহাব উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, বিশ্বাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রোগ্রাম।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত