ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে কর্মসূচি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫  
আপডেট :
 ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৯

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে কর্মসূচি
ফাইল ফটো

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী নাহিদ ভূঁইয়া বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ অবিলম্বে প্রবর্তনের দাবিতে গত ২৮ জানুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। আমাদের দাবির স্বপক্ষে যুক্তি তুলে ধরে শিগগিরই প্রধানমন্ত্রী ও সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করবো।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাখাওয়াত উল্লাহ তানভীর, অর্ণব চৌধুরী, আহসান উল্লাহ, নাঈমুর রহমান নাহিদ, আহনাফ আহমেদ রূপক, শাওন আহমেদ শুভ্র, আনিসুর রহমান, কাওসারর আহমেদ শুভ, সোহান রানা সাগর।

মানববন্ধনে বক্তারা বলেন, এইচএসসি শেষ করা অধিকাংশ শিক্ষার্থী প্রথম দিকে থাকে দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়। এইচএসসি পাসের পর শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। প্রায় আট লাখ ৫ হাজার ৮০১ জন শিক্ষার্থী ২০১৮ খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষায় পাস করেছে যেখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেডিকেল ডেন্টালসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট আসন ৪৬ হাজার। যা অত্যন্ত নগন্য।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পাওয়া যায় তিন মাস। কোনো কারণে শারীরিক বা পারিবারিক বিপর্যয় দেখা দিলে একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ভেঙে যায়। ১২ বছরের শিক্ষা মাত্র ১ ঘণ্টার সীমিত সময়ে একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীকে যাচাই সম্ভব নয় বলে শিক্ষার্থীদের দাবি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত