ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

অজ্ঞান পার্টির খপ্পরে ঢাবি শিক্ষক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৯

অজ্ঞান পার্টির খপ্পরে ঢাবি শিক্ষক

অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। বুধবার বিকালে রাজধানীর হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই শিক্ষকের নাম সাঈদুল আরেফিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আতিকুর রহমান বলেন, সাঈদুল আরেফিন কুমিল্লা থেকে ঢাকায় ফিরছিলেন। সায়েদাবাদ থেকে রিকশায় বাসায় ফেরার সময় অচেতন হয়ে পড়েন। পরে রিকশাচালক তাকে কদম ফোয়ারার পাশে রেখে চলে যান। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি বলেন, সাঈদুলের সঙ্গে থাকা মানিব্যাগ, ঘড়ি, ব্যাগ কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক দিয়ে অচেতন করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাবির এই শিক্ষকের পাকস্থলী ধৌত করা হয়েছে। এখন তিনি ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত