ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও হতে আর কত দেরী?

  মুন্নাফ হোসেন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩১  
আপডেট :
 ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬

অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও হতে আর কত দেরী?

দুর্নীতি আর আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে আছে দেশের উচ্চ শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি এমপিওভুক্ত কলেজের নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের জীবন জীবিকা।

দীর্ঘ সাতাশ বছর অতিবাহিত হলেও শুধুমাত্র জনবল কাঠামোর দোহাই দিয়ে দুই যুগেরও বেশি সময় ধরে বেতন বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।

মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের দুইটি ডিও লেটার, সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক দুটি সুপারিশ, ডিজি মহোদয় কর্তৃক দুটি সুপারিশ সহ হাইকোর্ট বিভাগের চূড়ান্ত একটি রায়ে শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির কথা বললেও সেই জনবল কাঠামোর দোহাই দিয়ে বছরের পর বছর ধরে শিক্ষকদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত করে রেখেছে।

একটি স্বাধীন দেশে উচ্চ শিক্ষা দানে নিয়োজিত জাতি গড়ার কারিগরেরা আর কতদিন বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করবে?

মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

মুন্নাফ হোসেন, সহকারী শিক্ষক, মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনবাড়ী, টাংগাইল।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত