ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

চবিতে রাতভর বোমাতঙ্ক, সকালে মিললো বেগুন!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৪

চবিতে রাতভর বোমাতঙ্ক, সকালে মিললো বেগুন!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের পশ্চিমপাশে পাওয়া ‘বোমসদৃশ’ বস্তুটি পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ জানিয়েছে, সেটি আসলে একটি বেগুন।

শুক্রবার মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রীয়কারী দলের প্রধান রাজেশ বড়ুয়া জানান, ‘একটি বেগুনে দুটি তার ও কালো টেপ মুড়িয়ে বোমার মত সাজিয়ে ফেলে রাখা হয়েছিল।’

বৃহস্পতিবার রাতে আইন অনুষদ ভবনের ডিন কার্যালয়ের পাশে টেপ মোড়ানো ওই বস্তুটি দেখে বোমা ভেবে কর্তৃপক্ষকে খবর দেন অনুষদের নিরাপত্তাকর্মীরা। রাতে খবর জানাজানি হলে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরই দ্রুত ওই স্থানকে ঘিরে ফেলে পুলিশ।

পরে হাটহাজারি থানা থেকে খবর দেওয়া হলে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রীয়কারী দল সেটি ‘নিষ্ক্রিয়’ করতে ক্যাম্পাসে যায়।

শুক্রবার সকাল ১০টায় সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। তারা চারপাশ পর্যবেক্ষণের পর সকাল সাড়ে ১০টার দিকে দূর থেকে এটিকে ফাটিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করেন। বোমাটি না ফাটার ফলে পরে গিয়ে দেখা যায় সেটি আসলে কালো ট্যাপের ভেতরে মোড়ানো একটি বেগুন!

রাজেশ বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে বেগুনটি বোমার মত সাজিয়ে ওখানে ফেলে রাখা হয়েছিল বলে আমাদের মনে হয়েছে।’

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘ক্যাম্পাসে এমন রসিকতা আইনত অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা। যে বা যারা এটি করেছে দ্রুত খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত