ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ফেসবুক পোস্টে গণ‌শিক্ষা সচিবের মন্তব্যে আপ্লুত শিক্ষক

ফেসবুক পোস্টে গণ‌শিক্ষা সচিবের মন্তব্যে আপ্লুত শিক্ষক

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপ‌জেলার হিন্দা সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমান (চঞ্চল)। মন্ত্রাণলয়ের নির্দেশনা মেনে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড শেখান শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতিদিন নির্বাচন করে সেরা ছাত্রছাত্রী। এমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি।

তার ওই পোস্টে শিক্ষামূলক কর্মকাণ্ড অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা স‌চিব আকরাম আল হো‌সেন। এ ব্যা‌পা‌রে সং‌শ্লিষ্ট শিক্ষক আবেগ আপ্লুত হ‌য়ে ব‌লেন, স‌চিব ম‌হোদ‌য়ের অভিনন্দন তাঁকে অনুপ্রা‌ণিত কর‌ছে।

ওই পোস্টে শিক্ষক মাহবুবুর লিখেছেন:

‘Today's Best student f the Class

‌শ্রে‌ণি: দ্বিতীয় (প্রথম পি‌রিয়ড)

‌বিষয়: বাংলা

নাম: তম‌া

‌রোল: ০৬

প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা‌ মন্ত্রণাল‌য়ের স‌চিব জনাব আকরাম হোসেনের ইনো‌ভে‌টিভ নির্দেশনা মোতা‌বেক "One day One Word" (এক‌দি‌নে এক শব্দ)‌ শিক্ষার্থী‌দের শেখা‌নো। গত সাত দি‌নের অনুশীলন থে‌কে আজ মূল্যায়ন ক‌রি। ‌ভা‌লো পারফর‌মেন্স করায়, তমাকে Today's Best Student of the Class" ঘোষণা ক‌রে, উৎসাহ সৃ‌ষ্টির জন্য সর্ব প্রথ‌মে হা‌জিরা‌তে তার নাম ডাকা হয় এবং ব্য‌ক্তিগতভা‌বে পুরস্কার স্বরূপ কলম প্রদান ক‌রি।’

তার ওই পোস্ট আকরাম হোসেন মন্তব্য করেছেন, ‘সন্মানিত শিক্ষক এবং ছাত্রীকে অভিনন্দন’।

  • সর্বশেষ
  • পঠিত