ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের বদলির নোটিশ

প্রাথমিক শিক্ষকদের বদলির নোটিশ

গত কয়েক বছরে সরকার ২৬ হাজারের বেশি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। ওই সব বিদ্যালয়ের প্রায় এক লাখ শিক্ষকের চাকরি সরকারি করা হয়েছে। এসব শিক্ষকের মধ্য থেকে ৫০ হাজার শিক্ষককে বদলি করা হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ একটি নোটিশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উপসচিব মাহবুবুর রশীদ কর্তৃক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ১৯৭৩ সালে ৩৬১৬৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। পরবর্তীতে ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার প্রেক্ষিতে ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও উক্ত বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জাতীয়করণ করা হয়।

নোটিশে আরো বলা হয়, বর্তমানে সারা দেশে ৬৫৫৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর ৪ নম্বর লক্ষ্য অর্জনে সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত ও একীভূত শিক্ষা নিশ্চিতকরণে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নব্য জাতীয়করণকৃত বিদ্যালয়সমূহে শুধু আত্মীয়করণকৃত শিক্ষকদের দ্বারা পাঠদান কার্যক্রম চলমান থাকায় উক্ত বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কাঙ্খিত মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি বিদ্যালয় মানসম্মত ও একীভূত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পুরাতন সরকারি প্রাথমিক ও নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সমন্বয় সাধন জরুরি বলে প্রতীয়মান হয়েছে। পুরাতন প্রাথমিক বিদ্যালয়গুলোর সঙ্গে নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সংমিশ্রণ ঘটালে সারাদেশে প্রতিটি বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভবপর হবে।

এতে আরো বলা হয়, এই অবস্থায় পুরাতন সরকারি প্রাথমিক হতে নিকটস্থ/পাশ্ববর্তী নব্য জাতীয়করণকৃত প্রাথমিকে বিদ্যালয়ে কিংবা নব্য জাতীয়করণকৃত প্রাথমিক থেকে পুরাতন প্রাথমিকে বদলি করে বদলিকৃত শিক্ষকগণের তালিকাসহ প্রতিবেদন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • পঠিত