ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

ডাকসু নির্বাচন

ভোট পুনঃগণনার আবেদন ছাত্রদল নেত্রীর

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০১৯, ২০:১২  
আপডেট :
 ১৬ মার্চ ২০১৯, ২০:১৯

ভোট পুনঃগণনার আবেদন ছাত্রদল নেত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঘোষিত ফলাফল পুনরায় গণনা করার জন্য আবেদন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে ডাকসুতে কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করা কানেতা ইয়া লাম লাম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিতভাবে এ আবেদন করেন তিনি।

লিখিত আবেদনে তিনি বলেন, ডাকসুর নির্বাচনে আমি কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী ছিলাম। নির্বাচনে নানা কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। ফলাফলে দেখানো হয় আমি সাত হাজার ১৯৯টি ভোট পেয়েছি। শেষ মুহূর্তে আমার কোনো এজেন্ট না থাকায় আমার প্রাপ্ত ভোটের সংখ্যা কমিয়ে ছাত্রলীগের প্রার্থীদের ভোট বাড়িয়ে দেখানো হয়েছে বলে আমি মনে করছি। এমতাবস্থায় উক্ত পদে ভোট পুনরায় গণনার জন্য আবেদন করছি।

এ বিষয়ে কানেতা ইয়া লাম লাম বাংলাদেশ জার্নালকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ভোট পুনরায় গণনার আবেদন করেছি। প্রশাসন আবেদনে সাড়া না দিলে আমি উচ্চ আদালতের দ্বারস্থ হব।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত