ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ১০:৫১

শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ

আগামী ১৭ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হবে ঐতিহাসিক মুজিব নগর দিবস। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের অধিদপ্তরগুলো।

জানা যায়, আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। দিবসটি উপলক্ষ্যে প্রতিষ্ঠানগুলোতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের অধিদপ্তরগুলো থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। ১৯৭১ সালের এই দনেন মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত