ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

এইচএসসি পরীক্ষা

একমাস ৬ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৫:২৬  
আপডেট :
 ২৫ মার্চ ২০১৯, ১৫:৩৪

একমাস ৬ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা উপলক্ষে আগামী ১ এপ্রিল থেকে ৬মে পর্যন্ত টানা একমাস ৬দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, নানা ধরনের কোচিং আছে। একই জায়গায় বিভিন্ন কোচিং থাকে। অনেকে অসাধু উপায়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচিং করিয়ে থাকে। সেটি ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। যেহেতু আমরা বিশেষ কোন ব্যবস্থা নিতে পারছি না। তাই সকল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের সচিবসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। যা শেষ হবে আগামী ৪ মে। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষাবোর্ডগুলো। এ বছর প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত