ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ বদলি প্রাথমিকের ৪২৭ শিক্ষক

হঠাৎ বদলি প্রাথমিকের ৪২৭ শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২৭জন শিক্ষককে বদলি করা হয়েছে। গত ৩১ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

জানা গেছে, বদলিকৃতদের মধ্যে ২১০ জন শিক্ষককে ঢাকায়, ৭২জন শিক্ষককে চট্টগ্রামে, ২৩ জন শিক্ষককে খুলনায়, ৩৬জন শিক্ষককে গাজীপুরে, ৬৮ জন শিক্ষককে রংপুরে, ১২জন শিক্ষককে কুমিল্লায় এবং ৬জন শিক্ষককে সিলেটে বদলি করে আনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় বদলি হতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ডিপিইতে ভিড় করছেন শিক্ষকরা। বদলি প্রত্যাশী, দালালচক্র ও শিক্ষকদের স্বজনরা দূর-দূরান্ত থেকে এসে মহাপরিচালকের রুমে ভিড় জমাচ্ছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে মন্ত্রী ও সংসদ সদস্যদের লিখিত তদবিরের পাহাড় জমেছে অধিদফতরে। সবচেয়ে বেশি তদবির ঢাকা জেলায় শিক্ষক বদলির জন্য।

ইতোমধ্যে ঢাকা জেলায় অর্ধশতেরও বেশি শিক্ষককে বদলি করা হয়েছে। প্রায় ১২ হাজার আবেদন রয়েছে ঢাকায় বদলির জন্য। তবে খুব দ্রুত আরও অর্ধশত শিক্ষককে ঢাকায় বদলি আদেশ জারি করা হবে বলে অধিদফতর থেকে জানা গেছে।

  • সর্বশেষ
  • পঠিত