ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

৪১ দিনের দীর্ঘ ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ০১ মে ২০১৯, ২১:৫৭

৪১ দিনের দীর্ঘ ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

মে দিবস, বুদ্ধপূর্ণিমা, জুমাতুল বিদা,শবে কদর, ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১ মে হতে ৪১ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিস ও বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে, বুধবার (১ মে) হতে ১১ জুন পর্যন্ত সব বিভাগের ক্লাসসমূহ বন্ধ থাকবে। আগামী ১১ জুন প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম এবং ১২ জুন সকল অ্যাকাডেমিক কার্যক্রম আবার যথারীতি শুরু হবে।

এদিকে ১ মে শ্রমিক দিবস এবং ১৮ মে বুদ্ধপূর্ণিমার ছুটি ছাড়া আগামী ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমসমুহ চালু থাকবে বলে রেজিস্ট্রার অফিস নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয়কে বেগবান ও কর্মচাঞ্চল্য রাখতে ২ দিন সরকারি ছুটি ছাড়া আগামী ২২ মে পর্যন্ত অফিসসমুহ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত