ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নুরের ওপর হামলা: সরকারকে ২ দিনের আল্টিমেটাম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৫:৫৪

নুরের ওপর হামলা: সরকারকে ২ দিনের আল্টিমেটাম

বগুড়ায় সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। অন্যথায় দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে অপরাজেয় বাংলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ছাত্রলীগ আমাদের উপর যত হামলা করেছে সরকারের মদদে তার একটিরও বিচার হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানে তারা শিক্ষার্থীদেরকে জিম্মি করে রেখেছে।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সন্ত্রাসীদের বিচার হচ্ছে না। ডাকসু ভিপির ওপর আঘাত মানেই ঢাবি প্রশাসনের ওপর আঘাত। এ হামলার বিচার না হলে ছাত্রসমাজ বসে থাকবে না।

  • সর্বশেষ
  • পঠিত