ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

স্কুলের ছাদের পলেস্তরা খসে চার শিক্ষার্থী আহত

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০১৯, ২০:৪৬

স্কুলের ছাদের পলেস্তরা খসে চার শিক্ষার্থী আহত

বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তরা খসে চার শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় তলার অষ্টম শ্রেণির ড্রইং ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। পরে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত শিক্ষার্থীরা হলো, ৮ম শ্রেণির সিয়াম, মোরসলিন, অর্ক ও তুর্য।

আহত শিক্ষার্থীরা জানায়, নেপচুন শাখায় ড্রইং ক্লাস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তরা খসে পড়ে। ওই পলেস্তরার আঘাতে ৪ শিক্ষার্থী আহত হয়। শিক্ষকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় চলে যেতে বলেন।

অভিভাবকেরা জানান, স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষের ছাদে বড় বড় ফাটল তৈরি হয়েছে। ভবন নির্মাণের পর যা আর সংস্কার করা হয়নি। এ কারণে মাঝে-মধ্যে পলেস্তরা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে। বিষয়টি শিক্ষকরা দেখলে এবং জানলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত পলেস্তরা খসে পড়ার বিষয়টি স্বীকার করলেও কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে দাবি করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত