ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

মতিঝিল আইডিয়ালে বেতন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের ডাক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০১৯, ২০:২৩

মতিঝিল আইডিয়ালে বেতন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের ডাক

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে একই বছর দুই দফায় শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকরা। মঙ্গলবার অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক রোস্তম আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই বছর দুই দফায় শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আগামী জুলাই থেকে ২০০ টাকা বেশি প্রদান করতে হবে। টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানটির বনশ্রী, মুগদা ও মতিঝিল শাখার সামনে ২৯ জুন শনিবার সকাল ৭টায় অভিভাবকরা একযোগে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন।

এতে আরও বলা হয়, পুরনো শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর ভর্তিতে সেশন চার্জের নামে ৮ হাজার টাকা আদায় করা হচ্ছে। এটি অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়েছে। এসবের প্রতিবাদে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত