ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ঢাবির ভাষা ইনস্টিটিউটের ভাইভা প্রক্রিয়ায় বিঘ্ন

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১৩:২২  
আপডেট :
 ২১ জুলাই ২০১৯, ১৩:২৬

ঢাবির ভাষা ইনস্টিটিউটের ভাইভা প্রক্রিয়ায় বিঘ্ন

শনিবার সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ঢাবির চামড়া, তুলে নেবো আমরা’ স্লোগান দিয়ে বিক্ষোভ করে। এর প্রতিবাদে রোববার সকাল থেকে এক দফা (সাত কলেজে অধিভুক্ত বাতিল) দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে তালা ঝুলিয়ে দেয়।

একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা জানান তারা। এরফলে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাইভা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে।

ভাইভা দিতে আসা কবির বলেন, আমরা আধা ঘন্টা হলে ভাইভা দিতে আসছি, কিন্তু আমাদের যেতে দেওয়া হচ্ছে না। ভিতরে কারো সাথে কথা বলতে পারছি না। গেট আটকিয়ে রাখার কারণে বাইরে দাঁড়িয়ে আছি।

আন্দোলনকারী শিক্ষার্থী রিফাত বলেন, যেহেতু আমাদের আন্দোলন চলছে, তাই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। যাদের ভাইভা আছে পরে নেওয়া হবে। সংশ্লিষ্ট স্যার আমাদের এ বিষয়ে জানিয়েছেন।

এ ব্যাপারে আইএমএলের পরিচালক শিশির ভট্টাচার্য বলেন, যারা ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে তাদের জানা উচিত এখানে ক্লাস হচ্ছে না, ভর্তি কার্যক্রম ও ভাইভা হচ্ছে। ওদের তালা লাগানোর কারণে শিক্ষার্থীরা ঢুকতে পারছে না। তবে যারা আগেই ঢুকেছে তারা ভাইভা দিচ্ছে। যারা এখনও ঢুকতে পারেনি শিক্ষকরা ২টা পর্যন্ত থাকবে তারা যখনই আসে দিতে পারবে। না পারলে পরেও তাদের ভাইভা নেয়ার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত