ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৪ ছাত্রের বিরুদ্ধে প্রধান শিক্ষকের মামলা

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১১:১২

৪ ছাত্রের বিরুদ্ধে প্রধান শিক্ষকের মামলা

পাবনার সাথিয়া উপজেলার কাশীনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্রের বিরুদ্ধে ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক মতিয়ার রহমান রোববার সন্ধ্যায় সাথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা সবাই ১০ শ্রেণির মানবিক শাখার ছাত্র।

আসামিরা হলো- তাজুর ছেলে সাকিব, জুলমত এর ছেলে বক্কার, রাজন এর ছেলে হানিফ ইব্রাহিম এর ছেলে আকাশ। এদের সবার বাড়ি ছাতক বরাট গ্রামে।

এদিকে গত শনিবার ক্লাসের ছাত্ররা প্রধান শিক্ষককে অযোগ্য বলে তার অপসারনের দাবিতে মিছিল করার প্রস্তুতি নেয়। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির ২ জন সদস্য ছাত্রদেরকে বুঝিয়ে মিছিল করা থেকে বিরত রাখতে চেষ্টা করেন।

সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন মামলার বরাত দিয়ে জানান, ৯ম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র, মরিচপুরান গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে আশরাফুল ও মনসের শেখের ছেলে সোহানকে বাটাম দিয়ে মাথা ও বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে এই চার অভিযুক্ত। এ হামলার বিচারসহ তাদের বখাটেপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন শিক্ষকরা। এর পর কাশীনাথপুর পুলিশ ফাঁড়ির এএসআই ইউসুফ আলিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দায়িত্ব দেন ওসি।।

ঘটনা তদন্ত সম্পন্ন করার পর গত ২১ জুলাই অভিযোগটি মামলা আকারে নিবন্ধিত হয়।

  • সর্বশেষ
  • পঠিত