ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মন্ত্রণালয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের নীতিমালা

মন্ত্রণালয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের নীতিমালা

শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সমন্বিত নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক হতে ১২টি প্রকাশনা ও প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে ৩টি প্রকাশনা থাকতে হবে। পিএইচডি না থাকলে ২১ বছর শিক্ষকতা করে অধ্যাপক হতে হবে । পিএইচডি থাকলে অধ্যাপক হওয়া যাবে ১২ বছরে। এসব নিয়ম থাকছে এই নীতিমালায়। চলতি মাসে নীতিমালা চূড়ান্ত করতে সভা করবে মন্ত্রণালয়।

খসড়া নীতিমালায় লিখিত পরীক্ষা, ডামি ক্লাস এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

শিক্ষক নিয়োগ এবং পদোন্নতির প্রক্রিয়া নিয়ে আছে নানা সমালোচনা। এই প্রেক্ষাপটে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত শিক্ষক নিয়োগ নীতিমালা নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বেশ কয়েকবার বৈঠকও হয়েছে উপাচার্যদের সঙ্গে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলছে, লিখিত পরীক্ষা দিয়ে শিক্ষক নিয়োগ পুরোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই। এটি নতুন বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োগ করতে পারে।

শিক্ষাবিদেরা বলছেন, শিক্ষক নিয়োগ নীতিমালা করার পাশাপাশি শিক্ষকদের গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগের জন্য একটি সমন্বীত নীতিমালার ৩ বছর ধরে ইউজিসি এবং মঞ্জুরি কমিশন করলেও এখনও চুড়ান্ত হয়নি। মান সম্মত উচ্চ শিক্ষা নিশ্চিতে সব পক্ষের মতাতমত নিয়ে নীতিমালাটি দ্রুত চুড়ান্ত করার আহ্বান শিক্ষাবিদদের।

  • সর্বশেষ
  • পঠিত