ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রীর নতুন বার্তা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১২:৫২

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রীর নতুন বার্তা
ফাইল ছবি

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম শিক্ষকদের প্রতি নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, স্কুলের শিশুদের পাঠ্যবইয়ে গরুর রচনা না পড়িয়ে ডেঙ্গু বিষয়ে পড়াতে হবে। শনিবার রাজধানীর কাকরাইলে ডেঙ্গুবিষয়ক মোবাইল অ্যাপস ‘স্টপ ডেঙ্গু’র উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, কারিকুলামে গরুর রচনা পড়িয়ে আমার কতটুকু লাভ হবে। তার চেয়ে বরং ট্রাফিক সিগন্যাল পড়ানো, এডিস মশা কী জিনিস শেখানো, কোথায় জন্ম হয়, ছোটবেলা থেকে শিখলে, লাইফে অ্যাপলিকেশন আছে এমন যদি সিলেবাসে থাকে তবে অসুবিধা কোথায়? কোন রচনা পড়াব, কোন গল্প পড়াব এ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে।

ডেঙ্গুবিষয়ক মোবাইল অ্যাপসের মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে সরকারের পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ এবং চারটি সংস্থা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত