ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

এমপিওভুক্তি : অধিদপ্তরের মতামত চেয়েছে মন্ত্রণালয়

এমপিওভুক্তি : অধিদপ্তরের মতামত চেয়েছে মন্ত্রণালয়

২০১৭-১৮ খ্রিষ্টাব্দে নিয়োগ পাওয়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে সুস্পষ্ট মতামত জানিয়ে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

জানা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৭-১৮ খ্রিষ্টাব্দে নিয়োগ পাওয়া ডিগ্রি পর্যায়ের ৩য় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবেদন করেছেন কয়েকজন শিক্ষক।

ডিগ্রি তৃতীয় শিক্ষকদের আবেদনগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি যাচাই করে সুস্পষ্ট মতামত প্রতিবেদন পাঠাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।

এর আগে গত ৪ মার্চ ২০১০ খ্রিষ্টাব্দের পরে নিয়োগ পাওয়া ডিগ্রি ৩য় শিক্ষকদের এমপিওভুক্তির প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মতামত চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • পঠিত