ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

সব স্কুল-কলেজ শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ

সব স্কুল-কলেজ শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ

সব স্কুল-কলেজ শিক্ষকদের তথ্য চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে বাধ্যতামূলকভাবে শিক্ষকদের তথ্য পাঠাতে হবে প্রতিষ্ঠান প্রধানদের।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বোর্ড থেকে এ সংক্রান্ত চিঠি অধীনস্থ সব স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

ঢাকা বোর্ড সূত্র জানায়, উত্তরপত্র মূল্যায়নের কাজ বেগবান করতে এবং বিভিন্ন গোপনীয় কাজ সম্পাদনে অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের তথ্য বোর্ডের কাছে থাকা জরুরী। সে প্রেক্ষিতে শিক্ষকদের তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে ইটিআইএফের (eTIF) মাধ্যমে সব শিক্ষকের তথ্য পাঠাতে বলা হয়েছে স্কুল-কলেজগুলোকে। সকল শিক্ষকের তথ্য পাঠানো বাধ্যতামূলক ও প্রতিষ্ঠান প্রধানরা বিষয়টি নিশ্চিত করবেন বলেও জানানো হয়েছে বোর্ডের চিঠিতে।

  • সর্বশেষ
  • পঠিত