ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‘অসদুপায়ে ৩৪ শিক্ষার্থীর ভর্তির বিষয়টি তদন্ত করবে ঢাবি’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৫

‘অসদুপায়ে ৩৪ শিক্ষার্থীর ভর্তির বিষয়টি তদন্ত করবে ঢাবি’

‘জালিয়াতি’ করে সান্ধ্যকালীন কোর্সে ৩৪ শিক্ষার্থীর ভর্তির বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংশ্লিষ্ট কমিটি তদন্ত করবে বলে শুক্রবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, এ সংক্রান্ত বিষয় তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের কমিটি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, এ কমিটি আসলে কী ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব বলেন ভিসি।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ‘জালিয়াতি’ করে ছাত্রলীগের ৩৪ কর্মীর ভর্তির বিরুদ্ধে গত কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত