ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

মাঝপথে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির হাল ধরলেন শামিম

  জিটিসি প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১  
আপডেট :
 ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭

মাঝপথে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির হাল ধরলেন শামিম

কমিটি গঠনের পর নির্ধারিত সময়ের আগেই ব্যক্তিগত ও পারিবারিক কারণে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি এস এম শাফায়াত হাসান। ২০০৬ সালের পর কমিটি পুনর্গঠনে তার অবদান অসামান্য।

এমতাবস্থায় শাফায়াতের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন সংগঠনটির সহ-সভাপতি শামিম হোসেন শিশির।

কার্যহির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং কমিটির উপদেষ্টামণ্ডলিদের অনুমোদনে শামিম হোসেন শিশিরকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিন দৈনিক মানবকণ্ঠে কর্মরত থাকা শিশির বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোরলাইভ নিউজপেপারের ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

উল্লেখ, গত ২৩ মে ২০১৯ তারিখে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে তিতুমীর কলেজের প্রাক্তন কৃতি ছাত্র ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি জনাব আবু জাফর সূর্য সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা করেন। যার অনুমোদন দেন সমিতির সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম রলি ও সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার আরিফ।

এই কমিটির তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত