ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

এমপিওভুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১৭:৫৩

এমপিওভুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি বিএম) কলেজগুলোও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এমপিওভুক্ত করা হবে। ব্যবসায় ব্যবস্থাপনা কলেজগুলোকে আপাতত এমপিওভুক্ত করা হবে না বলে একটি খবর ছড়িয়ে পরলেও সে অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাই, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় স্থান পাচ্ছে ব্যবসায় ব্যবস্থাপনা কলেজও। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘ ৮ বছর পর আবারও এমপিওভুক্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গত ৩০ জুন বাজেট বক্তৃতায় এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, পরবর্তী সময়ে অর্থ সংকট দেখিয়ে ব্যবসায় ব্যবস্থাপনা কলেজগুলোকে আপাতত এমপিওভুক্ত করা হবে না বলে শিক্ষকদের জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা। সে প্রেক্ষিতে শঙ্কিত হয়ে পড়েন নন-এমপিও বিএম কলেজের শিক্ষক কর্মচারীরা। একই সাথে এমপিওভুক্তির প্রক্রিয়ায় এইচএসসি বিএম কলেজগুলোকে অন্তর্ভুক্ত করে একই সময়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা।

শিক্ষক নেতারা সেপ্টেম্বরের শুরুতে জানিয়েছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অর্থ সংকটের কারণ দেখিয়ে ব্যবসায় ব্যবস্থাপনা কলেজগুলোকে আপাতত এমপিও না দেয়ার বিষয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছেন। যা অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষক নেতারা আরও জানান, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজগুলোকে বাদ দিয়ে শুধু মাদরাসা এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও দেয়া হলে আইনি জটিলতাসহ নানা রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই স্বীকৃতিপ্রাপ্ত এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজগুলোকে আসন্ন এমপিওভুক্তির প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে একসাথে প্রজ্ঞাপন জারির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

তবে শিক্ষকদের এ শঙ্কা দূর হয়েছে বলে বৃহস্পতিবার (১০ অক্টোবর) জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র। সূত্র জানায়, এ বিষয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবগত হয়েছেন। তাঁর নির্দেশেই এইচএসসি বিএম কলেজগুলো এমপিওভুক্তির তালিকায় স্থান পাচ্ছে। আর দৈনিক শিক্ষাডটকমের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রসঙ্গত, গত ৯ মে এমপিওভুক্তির সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সে সারসংক্ষেপে ২৩৫টি এইচএসসি বিএম কলেজ নীতিমালার আলোকে যোগ্য বিবেচিত হয়েছে বলে জানিয়েছিল সূত্র।

  • সর্বশেষ
  • পঠিত