ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১১:৫৮

সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

ত্রিশ লাখ মামলা জট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে নিম্ন আদালতে এবার ১০০ সহকারী জজ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

এ লক্ষ্যে ত্রয়োদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগের প্রক্রিয়ায়ও চূড়ান্ত করা হয়েছে।

ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিজেএসসির সচিব (জেলা জজ) সৈয়দ জাহেদ মনসুর বলেন, ‘দ্বাদশ বিজেএস পরীক্ষার মাধ্যমে ১০০ জন সহকারী জজ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আশা করছি, দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে ৯ অক্টোবর ত্রয়োদশ বিজেএস নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিও চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে।’

বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ৮ নভেম্বর ত্রয়োদশ বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজেএসসির তথ্যানুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার পর ওই পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। যথাযথ সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে ২০২১ সালে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত