ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

জবির বাণিজ্য অনুষদের ফল প্রকাশ

  জবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ২৩:৫৮  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

জবির বাণিজ্য অনুষদের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষ লিখিত ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদের (ইউনিট-৩) ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, বাণিজ্য অনুষদে মোট ২০ হাজার ৩০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য মনোনীত হলেও এর মধ্যে ১৯ হাজার ৪৯১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মেধাক্রম অনুসারে ও প্রাপ্ত স্কোর জানিয়ে ৬১০ জন শিক্ষার্থীর ৬ বিভাগ উল্লেখপূর্বক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তবে মেধা তালিকায় বিভাগ নিশ্চিত হওয়া শিক্ষার্থীদের পছন্দের তালিকা অনুসারে ‘অটো মাইগ্রেশন’ হবে। তবে কেউ বর্তমান বিভাগেই থাকতে চাইলে তাকে অবশ্যই অনুষদের ডিন বরাবর আবেদন জানাতে হবে।

এছাড়া আসন শূন্য সাপেক্ষে মেরিট অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।

ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (jnu.ac.bd) এবং (admissionjnu.info) পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত