ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মেডিকেল ভর্তিতে সেরা পাঁচের ৩ জনই মেয়ে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১২:১৬  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০১৯, ১২:১৮

মেডিকেল ভর্তিতে সেরা পাঁচের ৩ জনই মেয়ে

মেডিকেল কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে সাড়ে ১০ হাজারেরও বেশি আসনের বিপরীতে এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এই ফল ঘোষণা করেন।

এবারের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সেরা পাঁচের মধ্যে ৩ জনই মেয়ে। এদের মধ্যে শীর্ষস্থান অর্থাৎ প্রথম হয়েছেন রংপুর ক্যাডেট কলেজের ছাত্র রাগীব নুর। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তিনি সর্বোচ্চ ৯০ দশমিক ৫০ নম্বর পান।

খোঁজ নিয়ে জানা গেছে, ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন তৌওফিকা রহমান। তিনি সাতক্ষীরা সরকারী কলেজের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৮৯। মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন সুইটি সাদেক। তিনি ঢাকার বেসরকারি কলেজ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

এছাড়া মেধাতালিকায় চতুর্থ স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের শিক্ষার্থী তাসফিয়া মাসুমা রহমান। মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী রাফসান রহমান খান।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত