ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

নওগাঁয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান নির্ধারণ

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৬:৫৪

নওগাঁয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান নির্ধারণ

উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকার নওগাঁ জেলায় একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। ইতোমধ্যেই সেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার দুপুরে জেলার নিয়ামতপুর উপজেলার সাতরা বিল এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী নওগাঁ সদর উপজেলার তালতলী এলাকায় প্রস্তাবিত আরো একটি স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনে গিয়ে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মিতবিনিময় করেন। এসময় এমপি সলিম উদ্দিন তরফদার উপস্থিত ছিলেন।

মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জেলা শহরের খানিকটা দূরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্থান নির্ধারণ করে শিগগিরিই প্রস্তাবনা পাঠানো হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত