ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ছাত্রীকে যৌন হয়রানি করা সেই প্রাথমিক শিক্ষক বরখাস্ত

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৭:২৭

ছাত্রীকে যৌন হয়রানি করা সেই প্রাথমিক শিক্ষক বরখাস্ত

একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ার কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. ঈছাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্তের আদেশ দিয়েছেন পটুয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

কলাপাড়ার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন খলিফা এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) মোতাবেক কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. ঈছাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

গত ১৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠলে পরদিন (১৭ সেপ্টেম্বর) প্রধান শিক্ষকের শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও অভিভাবকরা। পরে এ বিষয়ে আমালে নেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

দীর্ঘ এক মাস শিক্ষক ঈছাকে সাময়িক বরখাস্ত করায় স্বস্তি প্রকাশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত