ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নন-এমপিও শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শুরু

নন-এমপিও শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শুরু
ফাইল ছবি

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শুরু হয়েছে। রোববার ৭টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ বৈঠক শুরু হয়। কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সেক্রেটারীর নেতৃত্বে ২২ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছেন।

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচনায় সমাধান না হলে তারা ফের আন্দোলনে যাবেন।

এরআগে বৃহস্পতিবার রাতে ভারতে অবস্থানরত শিক্ষামন্ত্রী টেলিফোনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশনের নেতাদের সাথে কথা বলেন। শিক্ষক নেতারাও পুরাান নীতিমালার আলোকেই সব শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে অনড় থাকার কথা জানালে শিক্ষামন্ত্রী দেশে না ফেরা পর্যন্ত অনশন কর্মসূচি না দেয়ার জন্য শিক্ষক নেতাদের অনুরোধ করেন।

এর আগে যোগ্য-অযোগ্য নির্বিশেষে সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আমরণ অনশন শুরুর ঘোষণা দেয়া হয়েছিল।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত