ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

প্রতি বছর নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ২০:২৮

প্রতি বছর নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে

যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে প্রতি বছর তাদের যোগ্যতা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কোনো প্রতিষ্ঠান যোগ্যতা হারালে এমপিও স্থগিত রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিও পেয়ে গেছে ভেবে হাল ছেড়ে দিলে চলবে না। নীতিমালা অনুযায়ী মান ধরে না রাখতে পারলে অর্থ্যাৎ যোগ্যতা হারালে তাদের এমপিও স্থগিত করা হবে। তবে পুনরায় যোগ্যতা অর্জন করতে পারলে আবারো এই সুবিধার আওতায় আনা হবে। তাই পিছিয়ে থাকার সুযোগ নেই। বরাবরের মতো উন্নতি করতে হবে।’

এছাড়া এমপিওভুক্তির কার্যক্রম এখন থেকে প্রতি বছরই চলমান থাকবে বলেও জানান তিনি।

দীপু মনি বলেন, ‘এবার থেকে প্রতি বছরই যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় নিয়ে আসা হবে। তাই এবার যারা পারলেন না তাদের জন্য সুযোগ থাকছে। তবে যেসব প্রতিষ্ঠানকে পিছিয়ে থাকবে তাদেরকেও সহযোগিতা করে এগিয়ে আনা হবে। এসব প্রতিষ্ঠানের যোগ্যতা অর্জন হলেই এমপিওর আওতায় আনা হবে।’

  • সর্বশেষ
  • পঠিত