ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের আচরণ বিধিমালা অনুসরণের নির্দেশ

প্রাথমিক শিক্ষকদের আচরণ বিধিমালা অনুসরণের নির্দেশ

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তা/কর্মচারীদের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ যথাযথভাব অনুসরণ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৬ অক্টোবর এক আদেশের এই নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন।

এতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, কোন কোন শিক্ষক-কর্মকর্তা/কর্মচারী দাপ্তরিক দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ অনুসরণ করছেন না। যা অসদাচরণের শামিল । উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০১.১০.২০১৯ তারিখের ৩৮.০০,০৩০৩,০০৫,০৬.০০১,১৯-২৭০ নং স্মারক মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত ২৫.০৯.২০১৯ তারিখে অনুষ্ঠিতব্য সভার কার্যবিবরণীর ৫ এর(ত) অনুচ্ছেদে প্রত্যেক শিক্ষক-কর্মকর্তা/কর্মচারী-কে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ অনুসরণ করে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এমতাবস্থায়, প্রত্যেক শিক্ষক-কর্মকর্তা/কর্মচারী-কে দাপ্তরিক দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ যথাধথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • পঠিত