ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘যোগ্য গ্র্যাজুয়েট তৈরি বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ’

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৫:২০  
আপডেট :
 ১৪ নভেম্বর ২০১৯, ১৫:২৩

‘যোগ্য গ্র্যাজুয়েট তৈরি বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ’

যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত নবীন সদস্যদের বরণ ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ক্লাব আছে। আন্তর্জাতিক পরিমন্ডলের কথা বিবেচনা করে সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ।

তিনি জব ফেয়ারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার জন্য ক্যারিয়ার ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে উপাচার্য বিগত বছরের কার্যাবলী সম্বলিত ‘আমাদের লিখিত ইতিহাস’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাবের মডারেটর মো. রাশেদুর রহমান এবং ডাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত