ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

সুপারিশটি বাস্তবসম্মত, বিবেচনা করা হবে: শিক্ষা উপমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ০৯:৪৩

স্কুলে টাস্কফোর্স অন্তর্ভুক্তির সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বাড়াতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এতে প্রশিক্ষণপাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য আর থাকলো না।

বেতন বৈষম্য নিরসনের পর এবার শিশুদের অধিকার নিশ্চিতে স্কুলগুলোতে জাতীয় শিশু টাস্কফোর্স অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ‘শিশুদের অধিকার নিশ্চিতে স্কুলগুলোতে জাতীয় শিশু টাস্কফোর্সের কাজ অন্তর্ভুক্ত করার সুপারিশ পেয়েছি। সুপারিশটি অত্যন্ত বাস্তবসম্মত। শিশুদের অধিকার নিশ্চিত করতে সুপারিশটি বিবেচনা করা হবে।’

রোববার (১৭ নভেম্বর) ‘জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩০ বছর পুর্তি-অগ্রগতি ও আগামীর স্বপ্ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‘জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩০ বছর পুর্তি-অগ্রগতি ও আগামীর স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশে শিশু অধিকার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ করেন বক্তারা।

অনুষ্ঠানের সভাপতি ও জাতীয় শিশু টাস্কফোর্সের সাধারণ সম্পাদক জাহরা তুস মেহের ঐক্য স্কুলগুলোর সাথে টাস্কফোর্সের কাজ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত