ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

চবিতে দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর: ছাত্রলীগকর্মী বহিষ্কার

  চবি প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ২০:৩৮

চবিতে দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর: ছাত্রলীগকর্মী বহিষ্কার

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্তৃপক্ষ।

বুধবার প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে মোরশেদুল ইসলাম রিফাতকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ অ্যান্ড রেসিডেন্সের সভায় উপাচার্য এ সিদ্ধান্ত দেন।

বহিষ্কারের আদেশ ১৪ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানান প্রক্টর মনিরুল হাসান।

মোরশেদুল ইসলাম রিফাত চবির ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘বিজয়’ গ্রুপের কর্মী হিসেবে পরিচিত। গত ১০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর করে রিফাত।

এরপর ১১ নভেম্বর রিফাতকে কারণ দর্শানোর নোটিস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে রিফাত সেই নোটিসের জবাব দেয়নি। এরপর তাকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করে প্রক্টরিয়াল বডি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত