প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬
শ্রেষ্ঠ শিক্ষক হাসিনা সুলতানা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন হাসিনা সুলতানা । তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অবস্থতি বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত রয়েছেন।
|আরো খবর
হাসিনা সুলতানা ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রথম যোগদান দেওয়ানগঞ্জ ঝাউডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে বদলী হয়ে ২০১১ সালে বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন। ২০০৯ সালে সিএনএড করার সময় জাতীয় পর্যায়ে নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান লাভ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাংস্কৃতিক সংগঠনের একজন সদস্য।
পরবর্তীতে জাইকা, স্বাক্ষরতা দিবস, বই বিতরণসহ মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করেন। এছাড়া ২০১৩ সালে বিএড করেছেন। ২০১৭ তে এমএড-এ সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন।