ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বশেমুরবিপ্রবি’র অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫২

বশেমুরবিপ্রবি’র অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

চাকরি স্থায়ী করণ, একটি স্থায়ী নীতিমালা প্রনয়ণ ও বকেয়া বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত প্রায় ২০০ কর্মচারী।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা করে। এসময় তারা বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেয়।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন দুইশ টাকা হারে মজুরির বিনিময়ে প্রায় ২০০ কর্মচারী বিগত ৪ বছর ধরে কাজ করে আসছে। তাদেরকে পরবর্তীতে স্থায়ী করে নেয়া হবে এমনটি আশ্বাস দেয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতে এসব লোকজন কাজ করলেও চাকরি স্থায়ীই তো হয়নি, বিগত ৪ মাস ধরে তারা বেতন ও পাচ্ছে না। এ অবস্থায় এসব কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে।

মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

  • সর্বশেষ
  • পঠিত