ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

পাল্টে গেলো কোটা আন্দোলনকারীদের সংগঠনের নাম

পাল্টে গেলো কোটা আন্দোলনকারীদের সংগঠনের নাম
ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নতুন নামকরণ করা হয়েছে। আগের নামটি সংক্ষেপ করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ রাখা হয়েছে। একইসঙ্গে সংগঠনের শ্লোগান করা হয়েছে শিক্ষা, অধিকার ও প্রগতি।

আজ (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এইদিনেই নতুন নামে আত্মপ্রকাশ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন। তাদের ‘কোটা সংস্কার চাই’ নামের ফেসবুকে পেজে এই বিষয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। আর আহবায়ক হাসান আল মামুনসহ অন্যান্য নেতা-কর্মীরাও নতুন নামের লগো সম্বলিত ব্যানার ফেসবুকে শেয়ার করছেন।

‘কোটা সংস্কার চাই’ ফেসবুক পেজে বলা হয়েছে, ৩য় বর্ষে পদার্পনের এই মাহেন্দ্রেক্ষণে সকল সদস্যের সাথে আলোচনা করে আমাদের সংগঠনের নাম সংক্ষেপ করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ নামকরণ করেছি। আজ থেকে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ নামটি ব্যবহার করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সংগঠনের শ্লোগান করা হয়েছে শিক্ষা, অধিকার ও প্রগতি। ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সকল সদস্য, ছাত্র সমাজ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পঠিত