ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

তিতুমীর কলেজে ধর্ষণ বিরোধী মানবন্ধনে ‘বাধা’

  তিতুমীর কলেজ প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২০, ২১:১০

তিতুমীর কলেজে ধর্ষণ বিরোধী মানবন্ধনে ‘বাধা’

দেশে ক্রমাগত বাড়ছে ধর্ষণের মাত্রা। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে এই নয় মাসে প্রতিদিন গড়ে তিনটির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতে ধর্ষকদের বিচার চেয়ে এবং প্রশাসনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য দেশের বিভিন্নস্থানে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে ছাত্র সংগঠন এবং সাধারণ জনগণ। মঙ্গলবার তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আয়োজিত এক মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। যদিও ছাত্রলীগ সে অভিযোগ অস্বীকার করেছে।

মানবন্ধনে থাকা শিক্ষার্থীরা জানান- সারাদেশে যেভাবে ধর্ষণ শুরু হয়েছে তাতে মেয়েদের নিরাপত্তা নিয়ে আমরা ভীত। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা ভাইরাল হওয়ার কারণে সবার সামনে এসেছে, কিন্তু প্রতিনিয়ত আমাদের এমন অনেক মা-বোন ধর্ষণের শিকার হচ্ছে। তারই প্রতিবাদে আজ আমরা মানববন্ধনে এসে দাঁড়িয়েছি।

এ বিষয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক সোহেল মৃধা বলেন, ‘আমাদের উপর ছাত্রলীগের ছেলেরা হামলা করেছেন। তারা আমাদের হুমকি দিয়ে মানববন্ধন শেষ করার জন্য সময় বেঁধে দেয়। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে শান্তিপূর্ণভাবে মানবন্ধন করেছিলাম।’

জানতে চাইলে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘আমরা কাউকে কোনো ধরনের হুমকি ধামকি দিইনি বা কারো উপর হামলাও চালাইনি। এটা গুজব ছড়ানো হচ্ছে। একটা সরকার বিরোধী চক্র দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করে যাচ্ছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পারেন আপনারা।’

সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, ‘আমরা ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করি। আমরা কোনো অবস্থাতেই এ ধরনের ঘটনার সমর্থন করিনি। তবে, তাদের উপর ছাত্রলীগ কেনো ধরনের হামলা চালায়নি।’

জানতে চাইলে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, ‘ঘটনাটা শুনেছি। তবে, কতোটুকু সত্য জানি না।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত