ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

নির্দিষ্ট সময় পেরুলেও প্রাতিষ্ঠানিক ইমেইল পায়নি শিক্ষার্থীরা

  কুবি প্রতিনিধি

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ১৮:৩৫

নির্দিষ্ট সময় পেরুলেও প্রাতিষ্ঠানিক ইমেইল পায়নি শিক্ষার্থীরা
ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানে ১৫ দিনের প্রতিশ্রুতি এক মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন করতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শিক্ষাবৃত্তি ও গবেষণাসহ বিভিন্ন আবেদন করতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। তবে প্রশাসন বলছে, ২-১ দিনের মধ্যেই বিভাগগুলো থেকে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ই-মেইল সংগ্রহ করতে পারবে।

জানা যায়, গত ২৫ নভেম্বর শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের জন্য পরীক্ষামূলক প্রাতিষ্ঠানিক ইমেইল চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন

শুরুতে শুধুমাত্র শিক্ষকদের এ সুবিধা প্রদান করা হয়। সে সময় ১৫ দিন পর শিক্ষার্থীরাও এ সেবা গ্রহণ করতে পারবে বলে জানানো হয়। তবে প্রতিশ্রুতির ৩৮ দিন পরও এখনো এ সেবা নিতে পারছে না শিক্ষার্থীরা। ফলে তাদের গবেষণা ও শিক্ষাবৃত্তি সংক্রান্ত জটিলতা রয়েই গিয়েছে।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওবায়দুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কলা ঝুলিয়ে আমাদের মূলা খাওয়াচ্ছে। এ ক'দিনে কয়েকটা স্কলারশিপের আবেদনের ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ই-মেইলের অভাবে আমি সেখানে আবেদন করতে পারিনি।

তবে, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহকারি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে বিভাগগুলোতে প্রয়োজনীয় উপকরণ পাঠিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা ২-১ দিন পর থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলেই আমরা তাদের ই-মেইল প্রদান করতে পারবো।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত